জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে জাতীয় কন্যাশিশু দিবসটি পালন করবে। এবারের প্রতিপাদ্য: বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহিত এবং এডুকো বাংলাদেশ এর সহযোগিতায় দিনব্যাপী এ অনুষ্ঠানে ফোরাম বেশকিছু ইভেন্টের আয়োজন করেছে। এছাড়া দিবসকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারও শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৩ বিকেল ৩.৩০ মিনিটে বাংলাদেশ শিশু একাডেমীতে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার লিফলেটটি দেখতে ক্লিক করুন
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী:
ক. প্রতিযোগীদের জন্য শুধুমাত্র কার্টিজ পেপার সরবরাহ করা হবে। আঁকার জন্য অন্যান্য প্রয়োজনীয় সকল
উপকরণ সাথে করে আনতে হবে। যেমন – রং, তুলি প্রভৃতি।
খ. প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পূর্বে নাম জমা দিবার প্রয়োজন হবেনা, সরাসরি প্রতিযোগিতার স্থানে উপস্থিত থাকলেই চলবে।
ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ
২৫ সেপ্টেম্বর, ২০২৩ বাংলাদেশ শিশু একাডেমির বোর্ডে ফলাফল টানিয়ে দেয়া হবে এবং বিজয়ীদের ফোনে জানিয়ে দেয়া হবে। প্রত্যেক গ্র“প হতে ১ম থেকে ৫ম স্থান অধিকারীকে পুরস্কৃত করা হবে। পুরস্কার প্রদান করা হবে আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে ।