আন্তর্জাতিক নারী দিবস ২০২২
প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আন্তর্জাতিক নারী দিবস পালন করতে যাচ্ছে। বাংলাদেশ সরকার কর্তৃক এবারের থীম নির্ধারণ করা হয়েছে:
“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”।
দিবসকে কেন্দ্র করে ফোরাম বেশকিছু কার্যক্রম হাতে নিয়েছে। যার মধ্যে ১. পোস্টার ডিজাইন ২. তৃণমূলের নারীদের সফলতার গল্প নিয়ে নারীর কথা-১৭তম সংখ্যা প্রকাশ অন্যতম। ০৮ মার্চ, ২২ তারিখের পরিবর্তে ১৪ই মার্চ ২০২২ তারিখে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সকাল ১০.৩০ মিনিটে কার্যক্রম শুরু হবে। কার্যক্রমটির মধ্যে থাকছে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।

পোস্টার
প্রচ্ছদ: নারীর কথা ১৭ তম সংখ্যা
————————————————————————————