২/২, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০-২-৮৮০-২-৯১১

আমতলীতে যৌন হয়রানির শিকার কলেজ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ

logo-ittefaq
আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীর চাওড়া কারিগরি ও কৃষি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী শারমিন আকতার ইতি (১৮) বখাটের উত্ত্যক্তের শিকার হয়ে রবিবার সন্ধ্যায় বিষপান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইতির বাবা জমির মাতুব্বর অভিযোগ করেন, ইতি গত রবিবার দুপুরে কলেজ শেষে হলদিয়ার কাঠালিয়া গ্রামের বাড়িতে ফিরছিল। এসময় চন্দ্রা গ্রামের হাবিবুর রহমান তাকে শ্লীলতাহানি করে এবং জোরপূর্বক মোবাইল ফোন দিয়ে তার ছবি তুলে রাখে। এ ঘটনায় ইতি লোক লজ্জার ভয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং বাড়িতে ফিরে গিয়ে সন্ধ্যায় বিষপান করে। তাত্ক্ষণিক তাকে আমতলী হাসপাতালে নেয়া হলে রাতে সে মারা যায়।হলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মাসুদ মিয়া জানান, ময়না তদন্তের পরে সোমবার ইতির লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ ময়না তদন্তের জন্য লাশ বরগুনা মর্গে পাঠিয়েছে।
তথ্যসূত্র: ইত্তেফাক, ১২ মার্চ ২০১৩