২/২, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০-২-৮৮০-২-৯১১

করোনা মহামারী-কালীন সময়ে আনুষ্ঠানিক খাতে কর্মজীবি নারীদের যৌন হয়রানি শীর্ষক গবেষণায় প্রাপ্ত তথ্য সম্পর্কিত শেয়ারিং সভা”

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম’ কন্যাশিশু তথা নারীর অবস্থা ও অবস্থানের ইতিবাচক পরিবর্তনে কমর্র ত সমমনা সরকারি-
বেসরকারি ১৮৮টি প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের কাজের সমšয়^ এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি শক্তিশালীদ্দ প্লাটফর্ম। ফোরামের
জন্মলগ্ন ২০০২ সাল থেকে নারী এবং কন্যাশিশুর অধিকার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে, যেমন-
 সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে সবর্¯ —রে নারী ও কন্যাশিশুর জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করা;
 নারী ও কন্যাশিশুদের প্রতি বঞ্চনার অবসান ঘটানো ও তাদের জন্য সম-সুযোগ সৃষ্টির লক্ষ্যে সচেতনতা সৃষ্টি করা; এবং
 নারী ও কন্যাশিশুদের অধিকার আদায় ও রক্ষা এবং তাদের জন্য বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে নীতি-নির্ধারকদের সাথে ক্রমাগত
অ্যাডভোকেসি করা।

পিডিএফ ডাউনলোড-১

পিডিএফ ডাউনলোড-২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *