ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি | তারিখ: ১৪-০২-২০১৩
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ফয়সাল ইসলাম (২২) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।এলাকাবাসী জানান, ফয়সাল ওই ছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন। গতকাল ওই ছাত্রী কলেজ থেকে বান্ধবীদের সঙ্গে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি খেলার মাঠসংলগ্ন এলাকায় ওই যুবক তাঁর পথ রোধ করে প্রেম নিবেদন করেন। এতে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেন।
তথ্যসূত্র: প্রথমআলো, ১৪ ফেব্রুয়ারি ২০১৩
Recent Comments