নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
কুমিল্লার চৌদ্দগ্রামের জামমুড়ায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ফারুক চৌদ্দগ্রামের নোয়াবাজার মহাসড়ক পুলিশ ফাঁড়িতে রান্নার কাজ করে। নির্যাতিত শিশুর বাবা জানান, তাঁর মেয়ে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বান্ধবীর সঙ্গে খড় কুড়াতে যায়। এ সময় পাশে জামমুড়া গ্রামের ফারুক কৌশলে তার বান্ধবীকে সেখান থেকে সরিয়ে দেয়। পরে তাঁর মেয়েকে ডেকে ঘরে নিয়ে যৌন নির্যাতন করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত ফারুক দুই সন্তানের বাবা।
তথ্যসূত্র: কালেরকণ্ঠ, ১৯ জানুয়ারি ২০১৩
Recent Comments