২/২, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০-২-৮৮০-২-৯১১

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মিরপুরে শিক্ষক আটক

main_logo-Samokal

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আহমেদকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষককে আটক করে পুলিশ। মিরপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, শনিবার স্কুলের টিফিন চলাকালে ক্লাসরুমে একা পেয়ে তৃতীয় শ্রেণীর ওই ছাত্রীকে জাপটে ধরেন শিক্ষক ফারুক আহমেদ। বিষয়টি জানাজানি হলে শ্লীলতাহানির শিকার ছাত্রীর আত্মীয় মিরপুর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পরে স্কুল থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ। তবে শিক্ষক ফারুক আহমেদ জানান। ওই ছাত্রী ক্লাসে পড়া না পারায় তিনি তাকে একটি থাপ্পড় মেরেছেন। একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে।
আটক শিক্ষক ফারুক আহমেদ মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বরবরিয়া গ্রামের কালু ফকিরের ছেলে।

তথ্যসূত্র: সমকাল, ২৫ মার্চ ২০১৩