
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে কেন্দ্রিয়ভাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গত ২৩ সেপ্টেম্বর, ২০১৭ তারিখ ঢাকা শিশু একাডেমীতে অনুষ্ঠিত হয়। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এবং বাংলাদেশ শিশু একাডেমীর যৌথ আয়োজনে এবং সেভ দ্য চিল্ড্রেন এর আর্থিক সহায়তায় প্রতিযোগিতা আয়োজন করা হয। প্রতিযোগিতার বিষয়সমূহ ছিল ‘ক’ বিভাগ (০৫-০৮ বৎসর): উম্মুক্ত (যেকোন বিষয়-পছন্দমত), ‘খ’ বিভাগ (০৯-১২ বৎসর): বন্যাজয়ী কন্যা, ‘গ’ বিভাগ (১৩-১৬ বৎসর): ছেলেমেয়ে বিভেদ নাই, বেড়ে উঠার পরিবেশ চাই। ৮২৭ জন শিশুর অংশগ্রহণে অত্যন- সুন্দর পরিবেশে প্রতিযোগিতাটি সম্পন্ন করা হয়।
প্রতিবছর কেন্দ্রিয়ভাবে প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে। আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাপকভাবে জনসচেতনতা তৈরি করা, যার মধ্য দিয়ে কন্যাশিশুদের প্রতি সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গী পরিবর্তিত হয়। এছাড়াও শিশুকাল থেকেই যাতে শিশুরা বিশেষ করে কন্যাশিশুরা তাদের অধিকার এবং মূল্যবোধ সমপর্কে সচেতন থাকতে পারে। সম অধিকার, সম সুযোগ, সম অংশীদারিত্বের ভিত্তিতে তারা সম চিন-াশীল মনোভাব/মানসিকতা নিয়ে বেড়ে উঠতে পারে সুস’্য, সুন্দর, নিরাপদ পরিবেশে।
Recent Comments