২/২, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০-২-৮৮০-২-৯১১

প্রফেসর লতিফা আকন্দ স্মরণে স্মরণসভা

অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সকলের শ্রদ্ধেয় ও প্রাণপ্রিয় প্রফেসর লতিফা আকন্দ গত বৃহস্পতিবার ৪ ডিসেম্বর, ২০১৪ তারিখ সকলের মায়া কাটিয়ে পরপাড়ে চলে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের সহ সভাপতি, উইমেন ফর উইমেন এর সাবেক সভাপতি ও বর্তমান সদস্য, ইউনিটি ফর সোশ্যাল এ্যান্ড হিউম্যান আ্যকশন এর চেয়ারপারসন, সেন্টার ফর উইমেন এ্যান্ড চিল্ড্রেনস ষ্ট্যাডিজের উপদেষ্টা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নারীমৈত্রীর প্রেসিডেন্ট, নিজেরা করি প্রতিষ্ঠানের সহ সভাপতি ও ডেমোক্রেসি ওয়াচের পরিচালনা পর্ষদের চেয়ারপারসনসহ বিভিন্ন সামাজিক এবং নারী সংগঠণের সাথে সম্পৃক্ত ছিলেন। নারী শিক্ষা ও উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ ২০০৭ সালে তাকে রাষ্ট্রীয় রোকেয়া পদকে ভূষিত করা হয়।
তার স্মরণে নারী সমাজের পক্ষে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামসহ প্রায় ৩০টি সংগঠণ ১৩ ডিসেম্বর, ২০১৪ (শনিবার) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা (ডাস এর পিছনে), টিএসসি সংলগ্ন সড়ক দ্বীপে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।