২/২, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০-২-৮৮০-২-৯১১

বখাটের হাতে প্রাণ গেল ছাত্রীর?

prothom-alo-logo
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি | তারিখ: ২৪-০২-২০১৩
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় হালিমা আক্তার নামের একটি মেয়েকে এক বখাটে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বালিথুবা ইউনিয়নের মানিকরাজ গ্রামে গত শুক্রবার এ ঘটনা ঘটে। নিহত হালিমা স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। নিহতের পরিবার ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, মানিকরাজ গ্রামের হালিমাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন পাশের বাড়ির মহসিন মিঝি। মহসিনের অশোভন প্রস্তাবে হালিমা সাড়া না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হন। ওই দিন বিকেলে হালিমাকে বাড়ির পাশে একা পেয়ে বেদম মারধর করে রাস্তায় পাশে ফেলে রাখেন মহসিন। খবর পেয়ে হালিমার আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে হালিমা মারা যায়।

হালিমার ভাই দ্বীন ইসলাম বলেন, ‘পাশের বাড়ির বখাটে মহসিনের অশোভন প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মহসিন আমার বোনকে বেদম মারধর করেন। এ ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেয় মহসিনের পক্ষের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শুক্রবার রাতে হালিমার লাশ উদ্ধার করে।’
ঘটনার পর থেকে মহসিন পলাতক রয়েছেন। তাই চেষ্টা করেও এ ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: প্রথমআলো, ২৪ ফেব্রুয়ারি ২০১৩