বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামের কিশোরী সংগীতা ইসলাম স্বপ্না। আজ বুধবার তার বিয়ের সব আয়োজন ঠিক ছিল। ১৩ বছর বয়সী স্বপ্নার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল একই উপজেলার ছাইকোলা গ্রামের শামসুল ইসলামের ছেলে জনির। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে স্বপ্নার বিয়ের কথা জানতে পেরে গতকাল মঙ্গলবার সকালে তিনি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যদের নিয়ে স্বপ্নাদের বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন দেখতে পান। এ সময় তাঁরা স্বপ্নার মা-বাবার সঙ্গে কথা বলে ওই বিয়ে বন্ধ করেন। ইউএনও আরো জানান, স্বপ্নার মা-বাবার কাছ থেকে তাঁরা অন্যান্য সাক্ষীর উপস্থিতিতে একটি অঙ্গীকারনামা নিয়েছেন। সেখানে স্বপ্নার বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দিয়েছেন স্বপ্নার বাবা। এ সময় ইউএনওর উপস্থিতিতে বিয়ের প্যান্ডেলসহ অন্যান্য উপকরণ খুলে নেওয়া হয়।
তথ্যসূত্র: কালেরকণ্ঠ, ২৫ সেপ্টেম্বর ২০১৩
Recent Comments