জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম -এর বাৎসরিক কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক কর্মশালা -২০২২
তারিখ: ২৪ মার্চ, ২০২২।
কর্মশালার সময়: সকাল ১০:০০ থেকে দুপুর ২:০০।
কর্মশালার স্থান: বাংলাদেশ ওয়াইডাব্লিউসিএ, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীর মোট সংখ্যা: ৫২ জন।
কর্মশালার উদ্দেশ্য: ২০২২ সালের জন্য একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা নির্ধারণ করা।
কর্মশালার প্রথম পর্ব:
পরিচিতি পর্ব: উপস্থিত অংশগ্রহণকারীবৃন্দ সংক্ষিপ্তভাবে পরিচয় প্রদান করেন।
কর্মশালা পরিচালনা: কর্মশালাটি পরিচালনা করেন যৌথভাবে জনাব আফতাবুজ্জামান, নির্বাহী পরিচালক, আপন ফাউন্ডেশন
এবং জনাব বীণা অধিকারী- কো অর্ডিনেটর, মনিটরিং এন্ড পাবলিকেশন্স, বাংলাদেশ ওয়াইডাব্লিউসিএ।
কর্মশালার উদ্ধোধন: কর্মশালার শুরুতেই ফোরাম সহ সভাপতি জনাব শাহীন আক্তার ডলি সকলকে শুভেচ্ছা জানিয়ে
কর্মশালার উদ্বোধন করেন । উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মহামারীর ফলে প্রায় ০২ বছর আমরা সরাসরি অংশগ্রহণ
করতে পারিনি, তবে কার্যক্রম আমরা কোনটাই বাদ দেইনি, অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছি এবং নতুন নতুন
ডাইমেনশনে আরও নতুন নতুন সংগঠণসহ বিভিন্ন ব্যক্তিদের যুক্ত করে । আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সদস্যবৃন্দের
সরাসরি অংশগ্রহণে কর্মশালার আয়োজন উৎসবমূখর হবে এবং একই সাথে এর মাধ্যমে সকলের অংশগ্রহণে ফলপ্রসু
একটি কর্মপরিকল্পনা তৈরি করা সম্ভব হবে।