মেহেরপুর প্রতিনিধি
মেয়েদের উত্ত্যক্ত করার অপরাধে মেহেরপুর সদর থানার পুলিশ মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকা থেকে সবুজ ও শাহারুল নামের দুই বখাটেকে আটক করেছে। গতকাল শনিবার ওই ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর পৌর দিঘীরপাড়ার মোস্তাকিমের ছেলে সবুজ (২৪) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে শাহারুল (২৫) এদিন দুপুরের দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগী দেখতে আসা কয়েকজন মহিলাকে উত্ত্যক্ত করছিল। ওই সময় পুলিশকে খবর দেয়া হলে মেহেরপুর সদর থানার এস আই ইকবাল হোসেন হাসপাতাল চত্বরে ওই ২ যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
তথ্যসূত্র: ইত্তেফাক, ৩১ মার্চ ২০১৩
Recent Comments