২/২, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০-২-৮৮০-২-৯১১

যৌন হয়রানি আমতলীতে কলেজছাত্রীর আত্মহত্যা

main_logo-Samokal

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে যৌন হয়রানির শিকার হয়ে শারমীন আক্তার ইতি নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। সে আমতলী চাওড়া কারিগরি ও কৃষি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল।
ইতির বাবা জমির মাতুব্বর জানান, প্রতিদিনের মতো রোববার দুপুরে কলেজ শেষে হলদিয়ার কাঁঠালিয়া গ্রামের বাড়িতে ফিরছিল ইতি। পথে চন্দ্রা গ্রামের বখাটে হাবিবুর রহমান তার শ্লীলতাহানি করে এবং জোরপূর্বক মোবাইল ফোনসেট দিয়ে তার ছবি তুলে রাখে। এ ঘটনায় ইতি লোকলজ্জার ভয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। বাড়িতে ফিরে সন্ধ্যায় সে বিষপান করে। তাৎক্ষণিক তাকে আমতলী হাসপাতালে আনা হলে রাতে সে মারা যায়। ইতির পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।
আমতলী থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা হাসপাতাল মর্গে পাঠায়।

তথ্যসূত্র: সমকাল, ১২ মার্চ ২০১৩