২/২, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০-২-৮৮০-২-৯১১

লোহাগড়ায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়েছে বখাটেরা

main_logo-Samokal
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লোহাগড়ায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়েছে বখাটেরা। আহতকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দীঘলিয়া ইউপির বাটিকাবাড়ি গ্রামে।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দীঘলিয়া ইউপির বাটিকাবাড়ি গ্রামের ইলিয়াছ খানের মেয়েকে একই গ্রামের আল-মুছাদ্দিক রাজু, রইচ শেখ, লিটু শেখ স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল। মেয়ে বিষয়টি তার বাবাকে জানালে ইলিয়াছ খান ঘটনাটি বখাটেদের অভিভাবকদের জানান।


এ ঘটনায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার রাতে ইলিয়াছ খানকে কুপিয়ে জখম করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। লোহাগড়া থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: সমকাল, ২১ এপ্রিল ২০১৩