গত ১৪ জুন, ২০১৫ জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন, ২০১৫-২০১৭ সম্পন্ন হলো। ভোটারদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে ভোট প্রদানের মাধ্যমে সম্পূর্ন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ১১ জন প্রার্থীকে কার্যনির্বাহী সদস্য হিসেবে বিজয়ী ঘোষণা করেন। পরবর্তীতে বিজয়ী ১১জন প্রার্থী আলাপ আলোচনার ভিত্তিতে গঠণতন্ত্র মোতাবেক পদ নির্ধারণ করবেন।
বিজয়ী ১১ জন প্রার্থীর নাম উল্লেখ করা হলো:-
ড. বদিউল আলম মজুমদার (কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট-দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ)
জনাব শাহীন আক্তার ডলি (নির্বাহী পরিচালক – নারীমৈত্রী)
জনাব সেলিনা বানু (এ্যাসিষ্ট্যান্ট ফর স্ল্যাম ডুয়েলার্স)
জনাব রেহেনা সিদ্দিকী (প্রেসিডেন্ট- ফর ইউ ফর এভার)
জনাব তাজিমা হোসেন মজুমদার (ব্যক্তিগত সদস্য)
জনাব তৌহিদা খন্দকার (বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি)
জনাব নাছিমা আক্তার জলি (ডেপুটি ডিরেক্টর- দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ)
জনাব বীণা অধিকারী (বাংলাদেশ ওয়াইডাব্লিউসিএ)
জনাব স.ম. মেহেদী হাসান (পরিচালক- লাইফ সেন্টার)
জনাব ইফফাত আরা নার্গিস (ব্যক্তিগত সদস্য)
জনাব জাহাঙ্গীর হোসেন (কদমতলী নয়াপাড়া বহুমূখী সমবায় সমিতি)
Recent Comments