২/২, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০-২-৮৮০-২-৯১১

সেই কিশোরী রক্ষা পেল

prothom-alo-logo
চাটমোহর (পাবনা) প্রতিনিধি | তারিখ: ৩০-০৯-২০১২
পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নে সেই কিশোরীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। বৃহস্পতিবার ১৩ বছর বয়সের কিশোরীর গায়েহলুদ হয়েছিল। শুক্রবার তার বিয়ের আয়োজন চলছিল।


মেয়েটি এলাকার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী। বিয়ে হচ্ছিল একই মাদ্রাসার অষ্টম শ্রেণীর এক ছাত্রের সঙ্গে। ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, ইউএনওর নির্দেশে তিনি বিয়েটি বন্ধ করেছেন। মেয়ের বাবা বলেন, ‘ আইন-টাইন জানিনে। চেয়ারম্যানের কথা ম্যানে লিছি। সে আমাগরে ইলাকার প্রধান।’
শুক্রবার প্রথম আলোয় ‘কিশোরীটির বিয়ে হবে আজ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

তথ্যসূত্র: প্রথমআলো, ৩০ সেপ্টেম্বর ২০১২