মানিকগঞ্জ প্রতিনিধি | তারিখ: ২১-০৪-২০১৩
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৩) উত্ত্যক্ত করার দায়ে এক যুবকের ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলতানা এই সাজা দেন।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে উপজেলার আজিমপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (১৮) কয়েক মাস ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সাব্বির মেয়েটির পথরোধ করে আপত্তিকর কথাবার্তা বলেন। মেয়ে বাড়িতে গিয়ে অভিভাবকদের জানালে তাঁরা বিষয়টি থানার পুলিশকে জানান। এর পরিপ্রেক্ষিতে বেলা দুইটার দিকে পুলিশ ওই যুবককে বাড়ির সামনে থেকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ওই যুবককে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন আদালত। থানার ওসি মো. লিয়াকত আলী সত্যতা নিশ্চিত করেছেন।
তথ্যসূত্র: প্রথমআলো, ২১ এপ্রিল ২০১৩
Recent Comments