সালাহ উদ্দীন খান রুবেল, নেত্রকোনা
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার চাকুয়া ইউনিয়নের হাতিলা গ্রামে ৩ বছরের শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে শনিবার রাতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, খালিয়াজুরি উপজেলার হাতিলা গ্রামের পিন্টু তালুকদারের ছেলে সমীরণ তালুকদার শনিবার দুপুরে শিশুটিকে বিস্কুট খায়ানোর প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যৌন নির্যাতন চালায়। শিশুটির চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে সমীরণ পালিয়ে যায়। পরিবারের লোকজন রাতেই শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে।
লেপসিয়া অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কাসেম বলেন, বখাটে সমীরণ পলাতক রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: আমাদের সময়, ২৫ ফেব্রুয়ারি ২০১৩
Recent Comments