২/২, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০-২-৮৮০-২-৯১১

লক্ষ্য ও উদ্দেশ্য

লক্ষ্য:
‘জাতীয় কন্যাশিশু এডবোকেসি ফোরাম’ কন্যাশিশু তথা নারীর অবস্থা ও অবস্থানের ইতিবাচক পরিবর্তনে কর্মরত সমমনা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের কাজের সমন্বয় এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি শক্তিশালী প্লাটফর্ম। কন্যাশিশুর প্রতি ইতিবাচক মনোভাব ও তাদের অধিকার প্রতিষ্ঠায় গণসচেতনতা সৃষ্টি ও নীতিনির্ধারর্ণী পর্যায়ে এডভোকেসির জন্য ধারাবাহিক উদ্যোগ গ্রহণই ফোআমের লক্ষ্য।

উদ্দেশ্য:

  • পরিবার, সমাজ ও রাষ্ট্র-সর্বস্তরে কন্যাশিশুর প্রতি প্রচলিত দৃষ্টিভং্গী পরিবর্তনে জনমত গঠন ও গণসচেতনতা সৃষ্টি করা;
  • কন্যাশিশুর সার্বিক জীবনযাত্রার মান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় অনুকূল নীতি-কাঠামো প্রণয়নে ধারাবাহিক এডবোকেসি করা; এবং
  • সরকারি-বেসরকারি সুযোগ ও সেবায় কন্যাশিশু এ নারীর অভিগম্যতা বৃদ্ধির জন্য সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *