২/২, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০-২-৮৮০-২-৯১১

সদস্যপদ লাভের শর্তাবলী

নতুন সদস্য অন্তর্ভূক্ত করার বিষয়ে যেসকল শর্তাবলী প্রযোজ্য হবে, তা হল:
১.    আবেদনকৃত সংগঠনের কার্যনির্বাহী কমিটির তালিকা অবশ্যই প্রদান করা;
২.    সংগঠনটি অন্য কোনো প্রতিষ্ঠানে নিবন্ধিত আছে কিনা? নিবন্ধন সার্টিফিকেটের কপি প্রদান করা;
৩.    প্রতিষ্ঠান/সংগঠনের গঠণতন্ত্রের ফটোকপি;
৪.    প্রতিষ্ঠান প্রধানের এক কপি পাসপোর্ট সাইজ ছবি;
৫.    প্রতিষ্ঠানের বাৎসরিক কার্যক্রম এবং আর্থিক বিষয়ের রিপোর্ট;
৬.    আবেদনের পূর্ববর্তী  বছর অথবা চলমান বছরের প্রতিষ্ঠানের অডিট রিপোর্ট (যদি থাকে);
৭.    জেলা, উপজেলা বা ইউনিয়ন পর্যায় থেকে সদস্যপদ লাভের জন্য আবেদন করলে যদি সংশ্লিষ্ট এলাকায় কন্যাশিশু এডভোকেসি ফোরামের নেট ওয়ার্ক থাকে তবে ঐ নেটওয়াকের্র সভাপতি অথবা সম্পাদক অথবা ফোরামের যে কোনো সদস্য সংগঠনের (স্থানীয়/ কেন্দ্রীয়)  প্রধানের নিকট হতে  আবেদন ফর্মে  সুপারিশ থাকা।
নির্বাহী কমিটি উল্লেখিত সকল বিষয়ে সন্তোষ প্রকাশ করলেই কেবলমাত্র সদস্যপদ প্রদান করা হবে।

2 Responses

  1. Most. Jahanara Akhtar says:

    আমরা জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থা(জেএসএসকেএস) নামীয় একটি অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে 1993 সন হতে দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায়, দরিদ্র জনগোষ্ঠির সচেতনতা সৃষ্টি, মানবাধিকার সংরক্ষণ, সামাজিক ও আর্থিক উন্নেয়ন সহযোগীতা নিরক্ষরতা দূরীকণ, ক্ষুদ্র ঋণ বিতরণ ইত্যাদি সংক্রান্ত সকল প্রকার কার্যক্রমসহ সুনামের সাথে পরিচালনা করে আসছি। আমরা আপনাদের প্রতিষ্ঠাণের সহযোগী সংগঠণ হিসাবে কাজ করতে আগ্রহী বিধায় প্রয়োজনীয় নিয়মাবলীসহ সদ্স্য পদ লাভের আবেদন ফরম প্রদানের জন্য আবেদন জানাচ্ছি।

Leave a Reply to sarwarthp Cancel reply

Your email address will not be published. Required fields are marked *