২/২, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০-২-৮৮০-২-৯১১

অপমান সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহনন

prothom-alo-logo

জয়পুরহাট প্রতিনিধি | তারিখ: ১৩-০৩-২০১৩

জয়পুরহাট সদর উপজেলায় বখাটেদের অপহরণ চেষ্টার অপমান সহ্য করতে না পেরে কীটনাশক পানে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেণীর ছাত্রী।
তৃষ্ণা রানী (১৩) নামের মেয়েটি উপজেলার সন্ন্যাসতলী গ্রামের নাছরিন সিদ্দিকী বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল।তৃষ্ণার বাবা স্বপন কুমার মণ্ডল জানান, তাঁর মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছিল নওগাঁর ধামইরহাট উপজেলার চন্দ্রকোলা গ্রামের বখাটে যুবক সজল চন্দ্র হাওলাদার। বিষয়টি তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবহিত করেন। এরপর সজল গত সোমবার দুপুরে দলবল নিয়ে মোটরসাইকেলযোগে তাঁর মেয়েকে অপহরণের চেষ্টা করে। কিন্তু গ্রামের লোকজনের বাধায় তারা তৃষ্ণাকে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পর সন্ধ্যায় কীটনাশক পান করে তৃষ্ণা। তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে গতকাল মঙ্গলবার ভোররাতে মারা যায়।


নাছরিন সিদ্দিকী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ রানা বলেন, তৃষ্ণার আত্মহত্যার ঘটনায় বখাটেদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা গতকাল ক্লাস বর্জন করে।
সদর থানার ওসি আবদুর রশিদ জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেয়েটির বাবা সদর থানায় মামলা করেছেন।

তথ্যসূত্র: প্রথমআলো, ১৩ মার্চ ২০১৩