২/২, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০-২-৮৮০-২-৯১১

ইভটিজারের হামলায় সরিষাবাড়িতে চারজন আহত

logo-ittefaq
জামালপুর প্রতিনিধি
পিংনা সুজাত আলী ডিগ্রী কলেজের ছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদে প্রতিবাদকারীদের বাড়িঘরে হামলা,ভাংচুর হয়। আহত হয় ৪ জন। প্রত্যক্ষদর্শী,ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শনিবার বিকালে পিংনা হাটখোলার এলাকার শাহজাহান ডাক্তারের বখাটে পুত্র সবুজ কলেজের প্রধান সড়কে ছাত্রীদের দেখে এলোপাথাড়ি বাইক(হোন্ডা) চালাতে থাকে এবং অশ্লীল কথা বলে। ওই সময় কবির ও আলিম নামে দু’জন ঘটনাটির প্রতিবাদ করলে সবুজ তাদেরকে প্রথমে বকাবকি এবং হুমকি দেয়। পরক্ষনে বখাটে সবুজ তার বন্ধু বাপ্পী, মঞ্জু, আল-আমিন, শরীফ, মনছুরসহ ২০-২৫ জনের সস্ত্রস্র একটি দল নিয়ে কবির ও আলিমের বাড়ীতে হামলা করে। টিভি, সিডি ও আলমারীসহ বিভিন্ন জিনিষপত্র ভাংচুর করে লুট করে নিয়ে যায়। বখাটেদের মারধরে কবির (১৮), আলিম (১৭), রুমা (১৮) ও খাদিজা বেগম (৭০) মারাত্বক ভাবে আহত হয়। এ ব্যাপারে পিংনা ইউনিয়নের চেয়ারম্যার মোতাহার হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, এ নিয়ে থানায় কোন মামলা হয়নি। তবে ঘটনাটি সত্য। গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান।
তথ্যসূত্র: ইত্তেফাক, ১১ মার্চ ২০১৩