২/২, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০-২-৮৮০-২-৯১১

বাল্যবিবাহ দিতে চাওয়ায় কনের বাবাকে জরিমানা

prothom-alo-logo
ফরিদপুর অফিস | তারিখ: ২৬-১২-২০১২
ফরিদপুরে বাল্যবিবাহের উদ্যোগ নেওয়ায় কনের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার দিবাগত রাতে ফরিদপুর সদরের ইশান গোপালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ফরিদপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান রাতে ওই গ্রামের বিল্লাল পালের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর ১৪ বছর বয়সী স্কুলপড়ুয়া মেয়ের বিয়ে বন্ধ করে দেন।
পরে বাল্যবিবাহের আয়োজন করায় বিল্লাল পালকে এক হাজার টাকা জরিমানা করেন। বিল্লাল পালের পরিবারিক সূত্রে জানা গেছে, ১৪ বছরের ওই মেয়ের সঙ্গে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জামতলা এলাকার এক ছেলের বিয়ে ঠিক হয়। বরপক্ষ ৬০ হাজার টাকা যৌতুক দাবি করে। গত শুক্রবার ২০ হাজার টাকা বরের পরিবারকে অগ্রিম দেওয়া হয়। বিয়ের দিন বাকি ৪০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। বিয়ে বন্ধ হওয়ায় ওই ২০ হাজার টাকা ফেরত আনার জন্য কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হবে কি না, এ ব্যাপারে ফরিদপুর সদর উপজেলার ইউএন বলেন, ‘কনের বাবা এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া যেতে পারে। তবে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেওয়ার সুযোগ নেই। কেননা বাল্যবিবাহের মতো যৌতুক দেওয়াও আইনগত অপরাধ।’

তথ্যসূত্র: প্রথমআলো, ২৬ ডিসেম্বর ২০১২