২/২, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০-২-৮৮০-২-৯১১

সম্পন্ন হল ফোরামের বাৎসরিক সাধারণ সভা–২০১৭

গত ১৩ জুলাই, ২০১৭ জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের বাৎসরিক সাধারণ সভা সদস্যদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। ঢাকাকেন্দ্রিক এবং ঢাকার বাইনের ৮৬ জন সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশ ওয়াইডাব্লিউসিএ’র কনফারেন্স রুমে সভার আযোজন করা হয়। কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যগণের উপস্থিতিতে বাৎসরিক সভায় বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিচিতি পর্ব দিয়ে সভার শুরু। উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে ফোরাম সভাপতি ড. বদিউল আলম মজুমদার সভার কার্যক্রম এর উদ্ধোধন ঘোষণা করেন। সম্পাদক জনাব নাছিমা আক্তার জলির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। এরপর গত ২০১৫ জুলাই থেকে ২০১৭’র এপ্রিল মাস পর্যন্ত অনুষ্ঠিত কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা উপস্থাপন করেন ফোরাম সদস্য জনাব জাহিদুল হক খান। উপস্থাপিত সংক্ষিপ্ত কার্যক্রমের উপর মুক্ত আলোচনা পরবর্তী ফোরামের গঠণতন্ত্রের সংশোধনি আনার বিষয়ে প্রস্তাবিত সংশোধনি উপস্থাপন করেন ফোরাম সম্পাদক জনাব নাছিমা আ্ক্তার জলি। উপস্থিত সদস্যগণের স্বত:স্ফূর্ত আলাপ আলোচনার ভিত্তিতে সভায় ফোরামের গঠণতন্ত্রে বেশকিছু সংশোধনি আনা হয়। সংশোধনি পরবর্তী ফোরামের অডিট রিপোর্ট ২০১৬ সভায় উপস্থাপন করেন ফোরাম সম্পাদক। সকলের সর্বসম্মতিক্রমে তা পাশ করা হয়। বাৎসরিক সাধারণ সভা শেষে ফোরাম সভাপতি ড. বদিউল আলম মজুমদার ২০১৫-২০১৭ সালের গঠিত কার্যনির্বাহী পরিষদ এর বিলুপ্তি ঘোষণা করেন। এবং পরবর্তীতে ২০১৭-১৯ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।