২/২, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০-২-৮৮০-২-৯১১

গঠিত হলো ফোরামের কার্যনির্বাহী পরিষদ ২০১৭-২০১৯

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গত ১৩ জুলাই, ২০১৭ জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০১৭-২০১৯ অনুষ্ঠিত হলো। ভোটারদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে গোপন ব্যালটে ভোট প্রদানের মাধ্যমে ৮৬জন ভোটারের উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন করা হয়। প্রাথমিকভাবে ১১জন প্রার্থী কার্যনির্বাহী সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন। পরবর্তীতে ১১ জন বিজয়ী প্রার্থী আলাপ আলোচনার ভিত্তিতে নিজেদের মধ্যে ফোরামের পদবী নির্ধারণ করবেন।

নিম্নে ২০১৭-২০১৯ মেয়াদের গঠিত কার্যনির্বাহী পরিষদ এর বিজয়ী প্রার্থীদের নাম উল্লেখ করা হলো :
১. ড. বদিউল আলম মজুমদার (কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট, দি হাঙ্গার প্রজেক্ট)
২. জনাব শাহীন আক্তার ডলি (নির্বাহী পরিচালক, নারীমৈত্রী)
৩. জনাব নাছিমা আক্তার জলি (ডেপুটি ডিরেক্টর {প্রোগ্রাম}, দি হাঙ্গার প্রজেক্ট)
৪. জনাব ওয়াহিদা বানু (নির্বাহী পরিচালক, অপরাজেয় বাংলাদেশ)
৫. এডভোকেট তৌহিদা খন্দকার (পরিচালক, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি)
৬. জনাব বীনা অধিকারী (প্রোগ্রাম অফিসার-মনিটরিং, বাংলাদেশ ওয়াইডাব্লিউসিএ)
৭. জনাব রেহেনা সিদ্দিকী (প্রেসিডেন্ট, ফর ইউ ফর এভার)
৮. জনাব স. ম. মেহেদী হাসান (পরিচালক, লাইফ সেন্টার)
৯. জনাব রাবেয়া বেগম (পরিচালক, শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি)
১০. জনাব মর্জিনা বেগম (গুডনেইবারস বাংলাদেশ)
১১. জনাব সেলিনা বানু (অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট {এএসডি})